আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্পের পাশে বসতে আপত্তি করায়, দেশটির একটি বিমান থেকে নামিয়ে দেয়া হয়েছে এক যাত্রীকে। ওই ব্যক্তি ইভাঙ্কাকে বলেন, তোমার বাবা দেশকে ধ্বংস করছে। এরপর এ নিয়ে দুজনের মধ্যে মৃদু কথা কাটাকাটিও হয়। ট্রাম্প ও তার পরিবার ফ্লোরিডার পাম বিচে মার-এ-লাগো রিসোর্টে এখন বড়দিনের ছুটি কাটাচ্ছেন। জানা গেছে, জন এফ কেনেডি বিমানবন্দর থেকে ওই বিমানে করে স্বামীর সঙ্গে হাওয়াই যাওয়ার আগে ইভাঙ্কাকে পাশে দেখে তার এক সহযাত্রী বলেন, ‘প্রথমে আপনারা আমাদের দেশকে ধ্বংস করেছেন, এবার এই বিমানকে ধ্বংস করতে এসেছেন।’ তারপর তার পাশে বসতেও আপত্তি জানান ওই যাত্রী। এই কথা শুনে ওই ব্যক্তিকে বিমান থেকে নেমে যেতে বাধ্য করেন বিমানকর্মীরা। সেখানে উপস্থিত অন্য যাত্রীরাও ঘটনার কথা স্বীকার করেছেন। বিমানে উপস্থিত এক যাত্রী জানান, ইভাঙ্কাকে দেখে রাগে কাঁপছিলেন ওই যাত্রী। ওই যাত্রী পরের ফ্লাইটে যান।ইভাঙ্কাকে উদ্দেশ করে ওই যাত্রীর কথোপকথনের ব্যাপারে বিমান কর্তৃপক্ষ ‘জেটবস্নু’ বলেছে, ‘ওই ফ্লাইট থেকে একজন যাত্রীকে নামিয়ে দেয়ায় সিদ্ধান্ত নেয়াটা সহজ ছিল না। তবে ওই যাত্রীকে পরবর্তী ফ্লাইটে তার গন্তব্যে পাঠানো হয়েছে।’ ফ্লাইট থেকে নামিয়ে দেয়া ওই যাত্রীর পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তবে টুইটারে একজন বলেছেন, ইভাঙ্কার স্বামী ওই বিমানেই বাদানুবাদে জড়িয়ে পড়েন। ম্যাথু ল্যান্সার নামে একজন ওই টুইটে বলেন, ‘ইভাঙ্কা এবং তার স্বামী জ্যারেড কুশনার জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে রওনা দেয়ার সময় ওই ঘটনা ঘটে।’
এদিকে, নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষমতা হস্তান্তরের তদারকি দলের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো মন্তব্য পাওয়া যায়নি। উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্পের প্রথম স্ত্রী ইভানার সন্তান ইভাঙ্কা। ট্রাম্পের সন্তানদের মধ্যে সবচেয়ে বেশি পরিচিত তিনি। প্রথম দিকে তিনি মডেলিং করতেন। ট্রাম্পের জনপ্রিয় রিয়েলিটি শো ‘দ্য অ্যাপ্রেনটিস’র একজন বিচারক ছিলেন তিনি। এখন ট্রাম্প অর্গানাইজেশনের ভাইস প্রেসিডেন্ট। ইভাঙ্কাকে ট্রাম্প পরিবারের মধ্যে সবচেয়ে প্রভাবশালী ভাবা হয়।
বিমান থেকে নামিয়ে দেয়া হয়েছে এক যাত্রীকে
Share!