Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

সব মা-বাবাই স্বপ্ন দেখেন, তাদের সন্তান বড় হয়ে মানুষের মতো মানুষ হবে

সব মা-বাবাই স্বপ্ন দেখেন, তাদের সন্তান বড় হয়ে মানুষের মতো মানুষ হবে। শেষ বয়সে তাদের দেখাশোনা করবে। আর নিজের জীবন সফলভাবে কাটাবে।এরকমই গল্প ভারতের রাজস্থানের তেজরাম শঙ্খলার। দিন আনা দিন খাওয়া পরিবারের মানুষ। ৫০ বছর বয়সী ব্যক্তিটি লরিতে হেনা ভর্তি করেন। কখনও কখনও সেটা নিয়ে যান প্রায় ২৬০ কিলোমিটার দূরের শহরে। সারাদিনে খুব ভালো রোজগার হলে, তার পকেটে আসে ৪০০টি টাকা। এটাই তার ভালো দিনের রোজগার। কিন্তু তেজরামের ছেলে আজ গুগলের আমেরিকার অফিসের এক্সিকিউটিভ অফিসার!ছেলে ২০১৩ সালেই চাকরি পেয়েছিলেন গুগলে। তবে, তখন পোস্টিং ছিলেন দেশেরই অফিসে। এই বছরেরই এপ্রিল মাসে রাম পাড়ি দিয়েছেন আমেরিকার অফিসে। সেখানে মোটা বেতনের চাকরি করছেন। সংসারের হালও ফিরিয়ে দিয়েছেন। ছেলে চানও যে, তার বাবা এবার একটু বিশ্রাম নিন। সারা জীবন অনেক তো কষ্ট করেছেন। কিন্তু কে শুনবে সে কথা!কারণ, তেজরাম এখনও রোজ কাজে বেরোন। ওই ৪০০ টাকা রোজগারটা তার এখন না হলে দিব্যি চলে। কিন্তু মানুষটা যে চান না, বাড়িতে বসে থাকতে। তাই গুগলের ভালো পোস্টে চাকরি করা ছেলের বাবাও কিনা শ্রমিকের জীবন কাটিয়ে যাচ্ছেন আজও!ছেলেও এখন মেনে নিয়েছেন যে, বাবার মনের সুখ-শান্তিটাই বেশি দরকারি। শুধু বাবার প্রতি সেই ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা আর কর্তব্যটা ঠিকঠাক থাকলেই চলবে।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top