ঢাকার কেরাণীগঞ্জ উপজেলায় অজ্ঞাত (১৪) এক কিশোরের মস্তক ও একটি পা উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয়দের খবরে দক্ষিণ কেরানীগঞ্জ থানার কদমপুর এলাকায় ঢাকা-মাওয়া মহাসড়কের পাশ থেকে মরদেহের খণ্ডিত দুইটি অংশ উদ্ধার করা হয়। পুলিশ এগুলো ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।পুলিশের ধারণা, কিশোরকে হত্যা করে গুম করার উদ্দেশে মরদেহের বিভিন্ন অংশ বিভিন্ন জায়গায় ফেলা হয়েছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক কাউছার আহমেদ বলেন, ‘ মরদেহেরে আরো কোনো অংশ পাওয়া যায় কিনা তার খোঁজ করা হচ্ছে
Share!