মোঃ নাদিম হোসেনঃ
আক্তারুজ্জামান কে সভাপতি ও তারেক আজিজ কে সাধারণ সম্পাদক ও মোঃ নাদিম হোসেন কে সাংগঠনিক সম্পাদক করে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যাণ ইউনিয়ন(বসকো) চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটি। শুক্রবার বিকেল ৪ টায় শিবতলা,পি টি আই এর নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে নবনির্বাচিত কমিটি যাত্রা শুরু করে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন…জনাব অধ্যক্ষ মোঃ এনামুল হক,যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও সভাপতি –টি এইচ আর চাঁপাই নবাবগঞ্জ,..এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নুরে ইসলাম (মিলন) বসকো সাধারন সম্পাদক রাজশাহী বিভাগ ও জনাব আলঃ রুহুল আমিন,প্রাক্তন সফল উপজেলা চেয়ারম্যান।এদিকে এই নতুন কমিটিকে স্বাগত জানয়িছেনে বাংলাদশে অনলাইন সাংবাদকি কল্যাণ ইউনয়িনরে মহা-সচিব- মোঃ খায়রুল আলম রফকি।এছাড়া স্বাগত জানিয়েছন বিভিন্ন সামাজিক ও স্বেচ্চাসেবী সংগঠন সমুহ। তারা আশা করেন প্রথাগত সাংবাদিকতার উর্ধ্বে গিয়ে দেশ ও জাতির কল্যান সাধন করতে বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যান ইউনিয়ন(বসকো) চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটি এগিয়ে যাবে।