Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

৪ দিনে ৬ মুসল্লির মৃত্যু

হে রাহমানুর রাহীম, আমাদের ওপর রহমত করো। আমাদেরকে রোগ-ব্যাধি থেকে মুক্তি দাও। বাংলাদেশকে হেফাজত করো। আমাদের ওপর দয়া করো, যেভাবে তুমি তোমার নেক বান্দাদের ওপর রহমত করেছ। আল্লাহ, আমাদের পরিপূর্ণ ঈমান দাও’ গভীর আকুতিপূর্ণ বয়ানের মধ্যদিয়ে তাবলীগ জামায়াতের ৫ দিনব্যাপী জোড় ইজতেমার গতকাল সোমবার ছিল চতুর্থ দিন। আজ আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে কহর দরিয়া তুরাগ তীরে অনুষ্ঠিত পাঁচ দিনের জোড় ইজতেমা। লাখো মানুষের কাঙ্ক্ষিত আখেরি মোনাজাত পরিচালনা করবেন বিশ্ব তাবলীগ জামায়াতের শীর্ষস্থানীয় একজন মুরুব্বী। আজ মঙ্গলবার ভোরে তার নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ইজতেমা আয়োজক কমিটি।গতকাল বাদ ফজর সমবেত মুসল্লিদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বয়ান করেন ভারতের মাওলানা আহমদ। তাঁর বয়ান বাংলায় তরজমা করেন বাংলাদেশের মাওলানা মো. আশরাফ আলী। বাদ জোহর বয়ান করেন বাংলাদেশের মাওলানা মো. মোশাররফ হোসেন এবং বাদ আসর বয়ান করেন বাংলাদেশের মাওলানা মো. ওয়াসিফুল ইসলাম। বয়ানে বলা হয়, হে আল্লাহ আমাদের অন্তর থেকে কুফরি, মোনাফেকি দূর করে দাও। হে আল্ল­­াহ, তোমার নির্দেশিত পথে চলার তৌফিক দাও। আল্লাহ, আমাদের সকল নেক চাহিদা পূরণ করে দাও। হে রাহমানুর রাহীম আমাদের ওপর রহম করো। আমাদেরকে রোগ-ব্যাধি থেকে মুক্তি দাও। বাংলাদেশকে হেফাজত করো। আমাদের ওপর দয়া কর।
 ৪ দিনে ৬ মুসল্লির মৃত্যু
শুক্রবার শুরু হওয়া জোড় ইজতেমায় গতকাল বিকেল পর্যন্ত্ত গত চার দিনে মোট ছয় মুসল্লি­র মৃত্যু হয়েছে। তারা হলেন : মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ির মন্দা পশ্চিমপাড়া গ্রামের  মৃত- আনছার উদ্দিন মোল্লার ছেলে, আব্দুল কাদের মোল্ল­া (৬৫) ও গাজীপুর সদরের লক্ষ্মীপুর গ্রামের মৃত-আব্দুল মালেক মিয়ার ছেলে আব্দুর রাজ্জাক (৬০), খুলনা সদর এলাকার জিন্নাপাড়া গ্রামের মৃত সদর উদ্দিন হাওলাদারের ছেলে ইসমাইল হোসেন (৭০), কুমিল্লা জেলার চান্দিনা থানার বসন্তপুর গ্রামের মৃত এলাহী বক্সের ছেলে লিয়াকত হোসেন (৭৬) ও নাটোর জেলার বরাইগ্রাম থানার বয়না ভরট গ্রামের মৃত মাখন মোল্লার ছেলে বয়েজ উদ্দিন বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। অপর এক মুসল্লি নোয়াখালী মাইজদী এলাকার আমির হোসেন বাবু মারা যান।
Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top