২৪ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে প্রদর্শিত হবে বহুল আলোচিত সিনেমা ‘অজ্ঞাতনামা’। ‘নতুন চলচ্চিত্র নতুন নির্মাতা চলচ্চিত্র উৎসব’ এর নভেম্বর মাসের প্রদর্শনীর অংশ হিসেবে ছবিটি দেখানো হবে। বিকেল ৪টায় থাকছে তিনটি স্বল্পদৈর্ঘ্য কাহিনিচিত্র ও একটি প্রামাণ্য চলচ্চিত্র। স্বল্পদৈর্ঘ্য ছবিগুলো হলো রেহমান রাহাতের ‘এ ননসেন্স ড্রিম’, ভিকি জাহেদের ‘মায়া’, আবরার হোসাইন রাজীবের ‘ব্লকড’। প্রামাণ্য চলচ্চিত্রটি হলো প্রদীপ ঘোষ নির্মিত ‘ক্ষতচিহ্ন’।
ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে দেশীয় চলচ্চিত্রকারদের নির্মিত স্বল্পদৈর্ঘ্য, পূর্ণদৈর্ঘ্য এবং প্রামাণ্যচিত্রের বছরব্যাপী প্রতিযোগিতামূলক উৎসবে নভেম্বর মাসে জমা পড়া ছবিগুলো থেকে জুরি সদস্যরা বাছাই করেছেন পাঁচটি চলচ্চিত্র। এ আয়োজনের প্রদর্শনী সবার জন্য
Share!