কৃষক শ্রমিক পার্টি- কেএসপি’র উদ্যোগে ১৯ নভেম্বর ঢাকার কাকরাইলস্থ কেএসপি’র মহানগর কার্যালয়ে আয়োজিত কেএসপি’র ১০টি জেলা কমিটি অনুমোদন ও নতুন কমিটির কর্মকর্তাদের নাম ঘোষণা ‘অনির্বাচিত সরকারের অধীনে নির্বাচন নয়- নির্বাচিত সরকারের অধীনে নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, বর্তমান সরকারের অধীনেই একাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জাতি প্রত্যাশা করে।
গণতন্ত্রের মূল মন্ত্রই হচ্ছে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি দ্বারা দেশ পরিচালনা করা। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্যে নির্বাচন কমিশনকে শক্তিশালী করার পাশাপাশি কমিশনকে নিরপেক্ষ ও ন্যায্যতার সাথে দায়িত্ব পালন করতে হবে।
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল দলের অংশগ্রহণ ও অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্যে সরকারের পাশাপাশি সকল রাজনৈতিক দলের সদিচ্ছা ও কার্যকর উদ্যোগ প্রয়োজন।
তিনি আরো বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্যে রাজনৈতিক দলগুলোর ঐক্য ও পারস্পরিক আস্থা প্রয়োজন।
কৃষক শ্রমিক পার্টি- কেএসপি’র কেন্দ্রীয় চেয়ারম্যান লায়ন সালাম মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনএ জোট এর সাংগঠনিক সম্পাদক মোঃ আককাস আলী খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেএসপির কেন্দ্রীয় অর্থ সম্পাদক মাওলানা মিজানুর রহমান, কেএসপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক লায়ন জহিরুল হক বশির, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের নির্বাহী সদস্য মোঃ মাসুদ আলম।
কেএসপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ড. মোজাহেদুল ইসলাম মুজাহিদ এর সঞ্চালনায় অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেএসপি’র টাঙ্গাইল জেলার সভাপতি লায়ন নজরুল ইসলাম, প্রাইভেট ডিটেকটিভ সম্পাদক এ.এইচ.এম মোস্তাফিজুর রহমান প্রমুখ।
আলোচনা শেষে কেএসপি’র ১০টি জেলা কমিটি অনুমোদন ও নতুন কমিটির কর্মকর্তাদের নাম ঘোষণা করা হয়। জেলা কমিটিগুলো হল- ফেনী, চাঁদপুর, শরীয়তপুর, সাতক্ষীরা, নরসিংদী, গাজীপুর, পিরোজপুর, বাগেরহাট, পটুয়াখালী ও খুলনা।