মোহাম্মাদ নাদিম হোসেন – চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শংকরবাটী বটতলাহাট এলাকার একটি বাড়ীতে অভিযান চালিয়ে বিপুল পরিমান অস্ত্র উদ্ধার করেছে নবাবগঞ্জ সদর থানা পুলিশ। এ সময় ২২টি বিদেশী পিস্তল, ৪৫টি ম্যাগজিন ও ১৩৬ রাউন্ড পিস্তলের গুলিও উদ্ধার করা হয়। তাছাড়া অভিযানে পাশেই বসবাসকারী বাড়ীর মালিক শাহীনের সৎ মা রোকেয়া বেগম (৪৬) ও তাঁর চাচাত ভাই আবদুল হকের ছেলে শাকিল (২৫) নামে দুইজনকে আটক করা হয়।ঘটনার পরপরই ঘটনাস্থলে এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিং এ জেলা পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁর নেতৃত্বে সদর থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ যৌথভাবে আজ সোমবার দূপুর সোয়া ২টা থেকে ঘন্টাব্যাপী শংকরবাটী বটতলাহাটের একটি ভাড়া বাসাতে অভিযান পরিচালনা করেন। এ সময় বাড়ির ভিতরের দিকের একটি ঘরের ফলস ছাদের উপর একটি বস্তার মধ্য থেকে এই বিপুল সংখ্যক আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। পুলিশ সুপার জানান, ভারত থেকে অবৈধ পথে আনা সংঘবদ্ধ চক্রের অস্ত্রের চালানের ব্যাপারে তাঁদের কাছে আগে থেকেই খবর ছিল। আর তাই এ ব্যাপারে তাঁরা নজরও রাখছিলেন। তাছাড়া বাড়ির মালিক সেনাবাহিনীতে কর্মরত মৃত আরেস্তানের ছেলে শাহীন (৪৪) নতুন পাকা ফ্ল্যাট বাড়িটি ভাড়াটিয়া সম্পর্কে তেমন কোন তথ্য না নিয়েই ভাড়া দিয়েছিলেন ছাগলের খামার হিসেবে ব্যবহার করার জন্য। এলাকাবাসীও ভাড়াটিয়াদের কোন পরিচয় দিতে পারেনি। আর অস্ত্রের সাথে সাথে বাড়ীটি থেকে ২৯টি ছাগলও জব্দ করা হয়। ধারনা করা হচ্ছে অস্ত্র, গুলি ও ম্যাগজিনগুলো ছাগলের সাথে ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে পাঠানো হত। তবে ভাড়াটিয়া ও ঘটনার হোতাদের পরিচয় প্রকাশ না করার শর্তে পুলিশ সুপার বলেন, ঘটনায় জড়িতদের সনাক্ত করা গেছে। অস্ত্রগুলোর সঙ্গে জঙ্গি সম্পৃক্ততা আছে কিনা এমন প্রশ্নের জবাবে পুলিশ সুপার আরো জানান, যারা দেশের বিভিন্নস্থানে নাশকতা করছে অস্ত্রগুলো এমন খারাপ চক্রের হাতে যাচ্ছিল। তবে ঘটনার পূর্ণ তদন্ত শুরু হয়েছে। উদ্ধার অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর) আবুল কালাম শাহিদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (নবাবগঞ্জ সার্কেল) ওয়ারেছ মিয়া, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাযহারুল ইসলাম, গোয়েন্দা পুলিশের পরিদর্শক হামিদুর রশীদ উপস্থিত ছিলেন
চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমান অস্ত্র উদ্ধার করেছে পুলিশ – আটক ২
Share!