এ অপরাধে ভ্রাম্যমাণ আদালত কয়েকটি মরা মুরগি জব্দ করে এক পোল্ট্রি ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে।ছাতক পৌর শহরের মাছ বাজারের ‘ছাতক পোল্ট্রি’ নামের ব্যবসা প্রতিষ্ঠানের মালিক কয়ছর আলীকে জরিমানা করার পাশাপাশি সতর্ক করে দেয়া হয়েছে।কয়ছর উপজেলার কালারুকা ইউনিয়নের মাধবপুর গ্রামের আরজ আলীর ছেলে।ভোক্তাদের অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শনিবার রাতে পৌর শহরের মাছ বাজারে ওই পোল্ট্রি ফার্মে গিয়ে কয়েকটি মরা মুরগি জব্দ করেন।
Share!