বলিউডের চলচ্চিত্র নির্মাতা বিধু বিনোদ চোপড়ার ভাষ্য এমনই। তার কথা, অভিনয়শিল্পের জন্য পাগল হলেই কেবল ‘দাঙ্গাল’ করা সম্ভব। ছবির চরিত্রটি ফুটিয়ে তুলতে আমিরের কঠোর পরিশ্রমেরও বেশ প্রশংসা করেছেনও বিনোদ গত বৃহস্পতিবার ‘দাঙ্গাল’-এর ট্রেলার মুক্তি পেয়েছে। জীবনভিত্তিক নির্মিত এ ছবিতে আমির কুস্তিগীর মহাবীর সিং ফোগাতের চরিত্রে অভিনয় করছেন। ছবিতে তিনি দুই মেয়ে গীতা ফোগাত ও ববিতা কুমারিকে কুস্তি শেখান।ট্রেলার সম্পর্কে জানতে চাইলে বিনোদ চোপড়া বলেন, ‘আমির একজন পাগল। আমরা তাকে ইডিয়ট বলি। ‘থ্রি ইডিয়টস’-এ আপনারা তাকে যেমন দেখেছেন। একমাত্র তিনিই এমন কাজ করতে পারেন। এমন না হলে হয়তো আপনি অনেক টাকা উপার্জন করে পৃথিবী ছেড়ে যেতে পারেন কিন্তু ইডিয়টদের (নিজের কাজের প্রতি যারা পাগল) মানুষ সব সময় মনে রাখে।’বিধু বিনোদ চোপড়া আমির খানের ‘পিকে’ ও ‘থ্রি ইডিয়টস’ চলচ্চিত্র প্রযোজনা করেছেন। ‘দাঙ্গাল’র জন্য আমিরের পরিশ্রমের প্রশংসা করে তিনি বলেন, ‘একজন শিল্পী হিসেবে আমিরকে সত্যিই আমি পছন্দ করি। তিনি নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন।’
অভিনয়শিল্পের জন্য পাগল হলেই কেবল ‘দাঙ্গাল’ করা সম্ভব
Share!