Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে চিত্রায়িত হচ্ছে প্রাচ্য পলাশ পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ডাউট ভায়োলেন্স’

মোঃ নাদিম হোসেনঃ
তরুণ চলচ্চিত্র নির্মাতা প্রাচ্য পলাশ নির্মাণ করছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘উড়ঁনঃ ঠরড়ষধহপব’ বা ‘সন্দেহ আতঙ্ক’। এটি চিত্রায়িত হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ শহরের বিভিন্ন লোকেশনে। বিষয়-বৈচিত্র্যপূর্ণ গল্পের এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি মূল থীম হচ্ছে- সন্দেহপ্রবণ সমাজবদ্ধ জীবনাচার ব্যাধী নয়, আতঙ্ক স্বরূপ। সন্দেহ আতঙ্ক রাষ্ট্রীয় পর্যায় থেকে ব্যক্তিজীবন পর্যন্ত বিস্তৃত। সন্দেহ প্রবণতা আমাদের দৈনন্দিন জীবন থেকে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি, শান্তি ও বিশ্বাস ধ্বংস করে ক্রমশঃ বাঙালির মন ও মননকে ভয়াবহ বিষাক্ত করে তুলছে। এই অবস্থা অব্যাহত থাকলে সামাজিক ভারসাম্য অক্ষুন্ন থাকা অসম্ভব হবে। দেখা দেবে এক ভয়াবহ অসামাজিক যুদ্ধ। প্রায় ৩০ মিনিট দীর্ঘ এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের সিকোয়েন্স সংখ্যা ২২টি। এর গল্প, চিত্রনাট্য ও সংলাপ নির্মাতা প্রাচ্য পলাশ নিজেই রচনা করেছেন। প্রযোজনা প্রতিষ্ঠান প্রাকৃত’র ব্যানারে নির্মাণাধীন এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন শায়না শৈলী, জিত, সুজন, কনক রক্সি, সজলসহ আরো অনেকে।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top