স্পিনাররাই ধস নামালো ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপে। সর্বশেষ উইকেটটি শিকার করেছেন সাকিব আল হাসান। প্রথম ইনিংসে বড় স্কোর করা মঈন আলি মাত্র ১৪ রান করে আউট হয়েছেন।দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ৬৪ রান। তিনটি উইকেটই শিকার করেছেন সাকিব। একটি করে উইকেট নিয়েছেন মেহেদি হাসান ও তাইজুল ইসলাম।ইংলিশ শিবিরে প্রথম আঘাতটি হানেন মেহেদি হাসান মিরাজ। অধিনায়ক অ্যালিস্টার কুককে সাজঘরে ফেরান মাত্র ১২ রানে। পরে দুই ওভারে দুই উইকেট শিকার করেন সাকিব আল হাসান।বিদায় করেন জো রুট ও বেন ডাকেটকে। প্রথম ইনিংসে ৪০ রান করা জো রুট ফিরেছেন মাত্র ১ রান করে। আর বেন ডাকেট দলে যোগ করেছেন ১৫ রান।চতুর্থ উইকেটে ব্যালেন্সকে ফেরান তাইজুল।শুক্রবার দিনশেষে ২২১ নিয়ে আজ সকালে তৃতীয় দিনে মাঠে নামেন সাকিব আল হাসান ও শফিউল ইসলাম। অভিজ্ঞ সাকিব ক্রিজে থাকায় লিড নেয়ার স্বপ্ন দেখেছিল বাংলাদেশ। কিন্তু দিনের শুরুতেই মঈন আলির বলে আউট হয়ে হতাশায় ডোবান সাকিব।মঈন আলির করা দিনের প্রথম ওভারের দ্বিতীয় বলেই এগিয়ে এসে চড়াও হতে চেয়েছিলেন, বল ফাঁকি দেয় তাকে। স্টাম্পিংয়ের সহজ সুযোগ হাতছাড়া করেননি জনি বেয়ারস্টো। ৬২ বলে ৩১ রান করেন সাকিব।সাকিবের বিদায়ের পর ভরসা ছিল অভিষেক হওয়া সাব্বির ও মেহেদি হাসানের দিকে। কিন্তু তারাও ব্যর্থ। ফলে ২৪৮ রানে আটকে যায় বাংলাদেশ।