আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের মাটিতে জঙ্গিবাদ সহ্য করা হবে না। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এদেরকে নির্মূল করা হবে। আমরা সেভাবেই কাজ করছি। জঙ্গিদের যারা আশ্রয়-প্রশ্রয় দেন তাদেরও রেহাই নেই। আশ্রয়দাতাদেরকেও বিচারের মুখোমুখি করা হবে।বুধবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলের কার্যনির্বাহী সংসদের সভায় তিনি এসব কথা বলেন। আগামী ২২ ও ২৩ অক্টোবর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলের জাতীয় কাউন্সিলের আগে দলের কার্যনির্বাহী সংসদের বৈঠক হলো।জনগণের জীবন মানের উন্নয়নে আওয়ামী লীগ সরকার দীর্ঘমেয়াদী কর্মসূচি হাতে নিয়ে কাজ করে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ইতোপূর্বে আমরা যে কর্মসূচি নিয়েছি সেগুলো শেষ করেছি, আমরা যে ওয়াদা করি তা রক্ষা করি।আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমাদের ওয়াদা পূরণের মধ্য দিয়ে দেশের সাধারণ মানুষের উন্নতি হয়েছে। ইতোপূর্বের কাউন্সিলের ঘোষণাপত্রও বাস্তবায়ন করে ফেলেছি। এবার আরও দীর্ঘমেয়াদী পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া তৃণমূল পর্যায় থেকে সংগঠনকে শক্তিশালী করার বিষয়গুলো গুরুত্ব পাবে কাউন্সিলে।উল্লেখ্য, আগামী ২২ ও ২৩ অক্টোবর দলটির বিশতম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। এর আগে বর্তমান কার্যনির্বকাহী কমিটির শেষ বৈঠক এটি।
জঙ্গিদের যারা আশ্রয়-প্রশ্রয় দেন তাদেরও রেহাই নেই
Share!