Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক জাহদিুল ইসলাম আর নেই

মোঃ নাদিম হোসেনঃ  না ফেরার দেশে চলে গেলেন  চাঁপাইনবাবগঞ্জের গ্রিন সিটি স্বপ্নদ্রষ্টা, ডিজিটাল বাংলাদেশ গড়ার দক্ষ কারিগর, স্বাধীনতা প্রেমী সাহসী বাঙালি, জনবান্ধব ও জনপ্রিয়জেলা প্রশাসক (ডিসি) জাহিদুল ইসলাম। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহে রাজেউন)।চাঁপাইনবাবগঞ্জের এনডিসি আল ইমরাম জেলা প্রশাসক জাহিদুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে রাজশাহী বিভাগীয় কমিশনার আব্দুল হান্নান জানান, আজ সোমবার সকালে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভাগীয় টাস্কফোর্সের মাসিক বিভাগীয় সভায় অংশ নিতে রাজশাহীতে এসেছিলেন ডিসি জাহিদুল ইসলাম। এ সময়  দশটার দিকে সভাস্থলে প্রবেশের কিছুক্ষণের মধ্যেই হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান তিনি। এরপর দ্রুত তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে তাকে আইসিইউতে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে ডিসি জাহিদুল ইসলামের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চাঁপাইনবাবগঞ্জের সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ আপামর জনসাধারনের মাঝে।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top