দীর্ঘ বিরতি পর মাঠে ফিরতে যাচ্ছেন পেস সেনসেশন মোস্তাফিজুর রহমান। আগামী ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবেন হাসি মুখের এই ঘাতক। এ সিরিজের মাধ্যমেই আবারো আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আশা ব্যক্ত করেছেন বাংলাদেশের বিস্ময় বালক। নিজের ফেসবুক পেজে এমনটাই জানিয়েছেন মোস্তাফিজ।এর আগে গত জুলাইয়ে ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেটে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার পর অনুশীলন করতে গিয়ে নতুন করে ইনজুরিতে পড়েন এ পেসার। এরপর সম্পূর্ণ সুস্থতার জন্য প্রখ্যাত সার্জন অ্যান্ড্রু ওয়ালেসের তত্ত্বাবধানে গত ১১ আগস্ট লন্ডনের ক্রমওয়েল হাসপাতালে অস্ত্রোপচার করাতে হয় মোস্তাফিজুর রহমানকে। এর ফলে ঘরের মাটিতে আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নাম হয়নি মোস্তাফিজের।
আগামী ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবেন মোস্তাফিজুর
Share!