ভালো লড়াইয়ের আভাষ দিয়েও হোয়াইটওয়াশের (৫-০) লজ্জা এড়াতে পারলো না অসিরা শেষ ও পঞ্চম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার কাছে ৩১ রানে হেরেছে অসিরা।শেষ ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছিল প্রোটিয়ারা। যেখানে রিলি রুসো ও ডুমিনির দুর্দান্ত জুটিতেই ৮ উইকেটে ৩২৭ রানের বিশাল পুঁজি পায় স্বাগতিকরা। ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরির দেখা পান রুশো। বিদায় নেওয়ার আগে করেন ১১৮ বলে ১২২ রান। সঙ্গী ডুমিনি করেন ৭৫ বলে ৭৩ রান।জবাবে খেলতে নেমে একাই প্রোটিয়াদের বিপক্ষে লড়তে থাকেন ওপেনার ডেভিড ওয়ার্নার। সঙ্গী কাউকে সেভাবে না পেলেও একাই খেলেন ১৩৬ বলে ১৭৩ রানের ইনিংস। ৪৭.১ ওভারে তার বিদায়ের পর আর প্রতিরোধ দিতে পারেনি অসিরা। ৪৮.২ ওভারে গুটিয়ে যায় ২৯৬ রানে।প্রোটিয়াদের পক্ষে দুটি করে উইকেট নেন অ্যাবোট, রাবাদা ও ইমরান তাহির।ম্যাচ সেরা হন ওয়ার্নার আর সিরিজ সেরা হয়েছেন রিলি রুসো।
Share!