সিরিজে টিকে থাকতে গেছে জয় ছাড়া কোনও পথ নেই। এমন সমীকরণ সামনে রেখে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। প্রথম ম্যাচ হেরে শুরু করার চাপটা নিতে পারেনি বলেই কিনা অনেক দিন পর ব্যাটিংয়ে বিপযস্ত টাইগাররা। এর পরও ৫০ ওভার শেষে ৮ উইকেটে ২৩৮ রান যে করতে পেরেছে তা ওই মাহমুদউল্লাহ অসাধারণ হাফসেঞ্চুরির সঙ্গে শেষ দিকে মাশরাফি বিন মর্তুজার ঝোড়ো ব্যাটিংয়ে। অনেক দিন পর একাদশে সুযোগ পাওয়া নাসির হোসেনও জবাব দিয়েছেন নির্বাচকদের আস্থার।
Share!