Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

পাকিস্তান সুপার লিগের দ্বিতীয় আসরে ব্যাটসম্যান ইমরুল কায়েস ও সাব্বির রহমান।

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দ্বিতীয় আসরের প্লেয়ার ড্রাফটের তালিকায় আছেন মারকুটে ব্যাটসম্যান ইমরুল কায়েস ও সাব্বির রহমান। আগামী ফেব্রুয়ারিতে টুর্নামেন্টের দ্বিতীয় আসর বসবে।মূল লড়াই শুরুর আগে ১৯ অক্টোবর হবে প্লেয়ারদের ড্রাফট। সেই তালিকায় সিলভার ক্যাটাগরিতে আছেন এই দুই ব্যাটসম্যান। এছাড়া এ ক্যাটাগরিতে বাংলাদেশের আরো চারজন আছেন। তারা হলেন এনামুল হক বিজয়, মমিনুল হক, শুভাগত হোম ও সৌম্য সরকার।এছাড়া বাংলাদেশের সাকিব আল হাসান আছেন প্লাটিনাম গ্রুপে। গোল্ডে আছেন তামিম ইকবালের মত প্রথম সারির আরো কয়েকজন ক্রিকেটার। উল্লেখ্য, ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ও প্রথম ম্যাচে দুর্দান্ত শতক করেছেন ইমরুল কায়েস। আর ব্যাটিং ও ফিল্ডিংয়ের চমৎকার কম্বিনেশন সাব্বির রহমান।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top