মাশরাফি-সুজনের কথাতেই স্পষ্ট বাংলাদেশ যেকোনও মূল্যেই সিরিজে ফিরতে চায়। অবশ্য এছাড়া বিকল্প অন্য কিছুও নেই! প্রথম ম্যাচে ২১ রানে হারের পর স্বাভাবিকভাবেই দলের মানসিক অবস্থা ভালো নয়। মাশরাফি বলেছেন, ‘পেশাদার ক্রিকেটার হিসেবে ইতিবাচক মানসিকতা নিয়ে দ্বিতীয় ম্যাচে মাঠে নামতে হবে। সব বিভাগে আগের চেয়ে ভালো ক্রিকেট খেলতে পারলে অবশ্যই জয় সম্ভব। আমরা সেদিকেই মনোযোগী।’এদিকে প্রথম ওয়ানডেতে হারতে হারতে জিতে যাওয়ায় আত্মবিশ্বাসের তুঙ্গে ইংলিশরা। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই বাংলাদেশকে পেছনে ফেলে এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছেন সফরকারীরা। সবমিলিয়ে রবিবার মিরপুরের ২২ গজ ব্যাট-বলের ধুমধারাক্কা যুদ্ধের অপেক্ষায়।ইংল্যান্ডের বিপক্ষে একজন ব্যাটসম্যান বেশি খেলানোর সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে একজন পেসার কমিয়ে নাসির হোসেনের সুযোগ হতে পারে। ইংল্যান্ডের বেশ কয়েকজন বাঁ-হাতি ব্যাটসম্যান রয়েছেন। তাদের সামনে নাসিরের অফ স্পিনটা বেশ কার্যকরী হতে পারে। সঙ্গে বোনাস হিসেবে নাসিরের ব্যাটিংটা টাইগারদের বাড়তি শক্তি যোগ করবে। শুধু তাই নয়, নাসির যোগ হলে দল একজন ভালো মানের ফিল্ডারও পাবে।তিন পেসার খেলালে নাসিরের সুযোগ হতে পারে মোসাদ্দেক কিংবা মোশারফের বদলে। এছাড়া তাসকিনের জায়গায় দেখা যেতে পারে আল-আমিনকে। সঙ্গে অধিনায়ক মাশরাফিসহ শফিউলতো থাকছেনই।
কোন ১১ জন মাঠে নামবে সিরিজ জয়ের জন্য
Share!