মোঃ নাদিম- চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শিবতলা পিটিআইবস্তির একটি পরিত্যাক্ত বাড়িতেশনিবার ভোরে অভিযান চালিয়ে ককটেল ও দেশীয় অস্ত্রসহ দুই যুবককে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা।র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের মিডিয়া উইং আজ শনিবার সকাল সোয়া ১০টায় জানায়, জেলার সদর উপজেলার পিটিআই বস্তির একটি পরিত্যাক্ত বাড়িতে কয়েকজন দূস্কৃতিকারী অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোর সাড়ে ৫টার দিকে অভিযান পরিচালনা করে র্যাব সদস্যরা। এই সময় পিটিআই বস্তির দুলাল আলীর ছেলে আরিফুল ইসলাম(১৯) এবং মসজিদপাড়া এলাকার মেরাজ উদ্দীনের ছেলে শাহজাহান আলী (২০) কে দেশীয় অস্ত্র ৩টি রামদা, ১টি হাসুয়া, ১টি ছুরি ও ৫টি ককটেলসহ আটক করা হয়। এদিকে আটককৃত শাহজাহানের বিরুদ্ধেথানায় তিনটি মামলা রয়েছে বলে জানান র্যাব কর্তৃপক্ষ।প্রাথমিক জিজ্ঞাসাবাদেআটককৃতরা নিজেদের ছিনতাইকারী হিসাবে জড়িত থাকারকথা স্বীকার করেছে। এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় অস্ত্রসহ ছিনতাইকারীদের সোপর্দ করে মামলা দায়ের করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জেদেশীয় অস্ত্র ও ককটেলসহ দুই যুবক আটক
Share!