সানাউল্লাহঃ-গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় অপহরন , ছিনতাই, খুন ধর্ষন, মদ, জুয়া সহ বেড়েই চলেছিল অপরাধ মুলক নানা রকম কর্মকান্ড। প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও চুরি, ছিনতাই, ডাকাতি সহ নানা রকম অপরাধ ।ওসি আলম চাঁদ কালীগঞ্জ থানায় যোগ দিয়ে দায়িত্ব নেয়ার পর থেকে ওই এলাকার প্রতিটি গ্রামে মহল্লায় দোকান-পাট, ব্যবসা প্রতিষ্ঠান সহ সর্বস্থানের বাসিন্দাদের নির্ভয়ে ও স্বস্তিতে দিন কাটছে। অনুসন্ধানে জানা যায়, উপজেলার বিভিন্ন জায়গা ঘুরে এবং সকল শ্রেণির নারী পুরুষের সাথে কথা বললে তারা জানান, সে একজন দক্ষ অফিসার তার সুযোগ্য নেতৃত্বে কমেছে সকল ধরনের অপরাধ, এমনি স্বস্থির বাণী উঠে আসে।ওসি আলম চাঁদ যোগ দেওয়ার পুর্বে যেখানে প্রতিদিনই এলাকার কোথাও না কোথাও , ছিনতাই, খুন ধর্ষন হয়ে থাকতো এমনকি এক রাতে ৩/৪ বাড়িতে চুরি ডাকাতি হয়েছে। এখন ঐ এলাকার সকল পেশার মানুষ সস্তিতে রাত কাটাচ্ছে।এ বিষয়ে ওসি মোঃ আলম চাদের সাথে কথা বলে জানা যায়, তিনি বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে নজরদারী কমিটি গঠন করে পুলিশ গ্রাম পুলিশ ও এলাকার রাজনৈতিক নেতাকর্মী, গন্যমান্য ব্যক্তিবর্গ ও থানার দক্ষ সেকেন্ড অফিসার এস আই মোঃ নাজমুল, এস আই মোঃ গোলাম মাওলা, এস আই মোঃ শফিক এবং এ এস আই মোঃ সুলতান এর সহযোগীতায় রাত দিন অক্লান্ত পরিশ্রম করে কালিগঞ্জের প্রতিটি গ্রাম, মহল্লা, ঘর বাড়ী দোকান পাট ব্যবসা প্রতিষ্ঠান সকল পেশার মানুষের স্বস্তি ফিরিয়ে দিতে পেরে আমি খুব গর্ব বোধ করছি। তাই এই আনন্দের ভাগ আমাকে যারা সহযোগীতা করেছে সবার সাথে শেয়ার করে এই থানার কর্তব্য পালন করে থাকতে চাই।
ওসি আলম চাঁদ কালীগঞ্জ থানায় যোগ দেওয়ায় কমেছে অপরাধ
Share!