Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

প্রায় অর্ধশত কোটি টাকা ব্যয়ে রাজধানীর বেইলি রোডে মন্ত্রীদের জন্য বিলাসবহুল ভবন

Vision Led ad on bangla Tribune
 প্রায় অর্ধশত কোটি টাকা ব্যয়ে রাজধানীর বেইলি রোডে মন্ত্রীদের জন্য বিলাসবহুল ভবন নির্মিত হচ্ছে। এর নাম দেওয়া হয়েছে ‘মিনিস্টার্স অ্যাপার্টমেন্ট’। দশজন মন্ত্রী এখানে বসবাস করতে পারবেন। বুধবার আনুষ্ঠানিকভাবে ‘মিনিস্টার্স অ্যাপার্টমেন্ট’ নির্মাণ কাজের উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। গণপূর্তমন্ত্রী জানান, ছয়তলার এ ভবনের প্রতি ফ্ল্যাটের আয়তন হবে ২২৪৮ বর্গফুট। সবগুলো ফ্ল্যাট আধুনিক আসবাবপত্র দিয়ে পরিপূর্ণভাবে সাজিয়ে দেওয়া হবে। এতে থাকবে চারটি বেড রুম, একটি ড্রয়িং রুম, ডাইনিং রুম এবং ১৪০০ বর্গফুটের একটি অফিস রুম। দর্শনার্থীদের জন্য থাকবে আলাদা ওয়েটিং রুম। নিচতলায় থাকবে ২৭টি গাড়ি পার্কিংয়ের সুবিধা।এ সময় তিনি জানান, ‘মিনিস্টার্স অ্যাপার্টমেন্ট নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৪৭ কোটি ৭৫ লাখ টাকা। ২০১৮ সালের মধ্যে এর নির্মাণ কাজ শেষ হবে।’গণপূর্ত মন্ত্রী বলেন, ‘মন্ত্রিসভার সদস্য ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বাসার সংখ্যা কম। বর্তমানে ঢাকায় কর্মরত প্রায় দেড় লাখের মধ্যে মাত্র আটভাগ কর্মকর্তা-কর্মচারী আবাসিক সুবিধা পান। ২০১৮ সালের মধ্যে এ হার ৪০-এ উন্নীত করা হবে।’ তিনি আরও জানান, ‘ইতোমধ্যে আজিমপুর ও মতিঝিলে সরকারি কর্মকর্তাদের জন্য ২০ তলার আবাসিক ভবন নির্মাণ করা হচ্ছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য আরও বহুতল ভবনের নতুন প্রকল্প গ্রহণ করা হচ্ছে।’
অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকার, গণপূর্ত অধিদফতরের প্রধান প্রকৌশলী মো. হাফিজুর রহমান মুন্সি, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আখতার হোসেন, প্রধান স্থপতি কাজী গোলাম নাসিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top