চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে আজ বুধবার সকালে শহরের জলোযোগ মোড়ে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। ‘অযৌক্তিক ট্যাক্স বৃদ্ধি প্রতিরোধ কমিটি’র উদ্যোগে এ কর্মসুচি পালিত হয়। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট মিজানুর রহমান, জাসদ নেতা মনিরুজ্জামান মনির, প্রতিরোধ কমিটির সমন্বয়ক সৈয়দ হোসেন আহমেদ বাদশা প্রমুখ। বক্তারা কর পুনঃনির্ধারনের দাবি জানান।
Share!