Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

শিল্পকলা একাডেমীতে চলছে ৭দিন ব্যাপী সমকালীন দেশীয় চলচিত্র উৎসব

মোঃ নাদিম হোসেনঃ চাঁপাইনবাবগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীতে চলছে ৭দিন ব্যাপী সমকালীন দেশীয় চলচিত্র উৎসব ২০১৬। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আয়োজনে ও চাঁপাইনববাবগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর ব্যব¯’াপনায় এ চলচিত্র উৎসবে প্রতিদিন বেলা ৩টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাংলাদেশের স্বল্পদৈঘ্য ও প্রামান্য চলচিত্রএ প্রদশণী চলছে। গত রোববার জেলা শিল্পকলা একাডেমীর মিলনায়তনে এ চলচিত্র প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার মোঃ মাহতাব হোসেন। সাতদিন ব্যাপী চলচিত্র প্রদর্শনীর মধ্যে থাকছে ২ অক্টোবর জহির রায়হানের স্টপ জেনোসাইড ও মসিদুল ইসলামের আগামী ও তারেদ মাসুদের আদম সুরাত, ৩ অক্টোবর রোকুনুজ্জামান অর্কের নয়ন তারা, শাহিন বিন রিয়াজের লোহাখোর, ৪ অক্টোবর তানভীর মোকামেলের হুলিয়, ফৌজিয়া খানের যেসব গল্পের শেষ নাই, ও শেহরান পারভেজের দে-রান। ৫ অক্টোবর তপন ঠাকুরের রাজপুত্তহর ও মামুন শ্রাবনের মাটির পাখি, ৬ অক্টোবর জাহিদ গগনের একটি মৃত্য সমান তিন বিঘা মাটি, শাহ ওয়ালিদ আকরাম ও পিয়াংকা আচার্য সেই কণ্ঠস্বর, ৭ অক্টোবর তারিখ আজিজের ইউটার্ন, তানভীর মোকামেলের তাজ উদ্দিন আহমেদ নিসর্গ স্বারতী, সারওয়ার জাহান খানের শিরোনামহীন ও অমিত রুদ্রুর অন্য কোথাও চলো, ৮ অক্টোবর শেষ দিনে শ্যামলী রানী দাসের জীবন যুদ্ধে সোহেল, মোর্শেদ হিমাদ্রি হিমুর স্বপ্নের শিখরে হলুদ কোলাজ, মোঃ আবিদ মৌল্লিকের পথ পরিবেশন করা হবে।

 

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top