মোঃ নাদিম হোসেনঃ চাঁপাইনবাবগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীতে চলছে ৭দিন ব্যাপী সমকালীন দেশীয় চলচিত্র উৎসব ২০১৬। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আয়োজনে ও চাঁপাইনববাবগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর ব্যব¯’াপনায় এ চলচিত্র উৎসবে প্রতিদিন বেলা ৩টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাংলাদেশের স্বল্পদৈঘ্য ও প্রামান্য চলচিত্রএ প্রদশণী চলছে। গত রোববার জেলা শিল্পকলা একাডেমীর মিলনায়তনে এ চলচিত্র প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার মোঃ মাহতাব হোসেন। সাতদিন ব্যাপী চলচিত্র প্রদর্শনীর মধ্যে থাকছে ২ অক্টোবর জহির রায়হানের স্টপ জেনোসাইড ও মসিদুল ইসলামের আগামী ও তারেদ মাসুদের আদম সুরাত, ৩ অক্টোবর রোকুনুজ্জামান অর্কের নয়ন তারা, শাহিন বিন রিয়াজের লোহাখোর, ৪ অক্টোবর তানভীর মোকামেলের হুলিয়, ফৌজিয়া খানের যেসব গল্পের শেষ নাই, ও শেহরান পারভেজের দে-রান। ৫ অক্টোবর তপন ঠাকুরের রাজপুত্তহর ও মামুন শ্রাবনের মাটির পাখি, ৬ অক্টোবর জাহিদ গগনের একটি মৃত্য সমান তিন বিঘা মাটি, শাহ ওয়ালিদ আকরাম ও পিয়াংকা আচার্য সেই কণ্ঠস্বর, ৭ অক্টোবর তারিখ আজিজের ইউটার্ন, তানভীর মোকামেলের তাজ উদ্দিন আহমেদ নিসর্গ স্বারতী, সারওয়ার জাহান খানের শিরোনামহীন ও অমিত রুদ্রুর অন্য কোথাও চলো, ৮ অক্টোবর শেষ দিনে শ্যামলী রানী দাসের জীবন যুদ্ধে সোহেল, মোর্শেদ হিমাদ্রি হিমুর স্বপ্নের শিখরে হলুদ কোলাজ, মোঃ আবিদ মৌল্লিকের পথ পরিবেশন করা হবে।