জাপানের বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে। এ জন্য জাপান সরকার গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুরে ও নারায়ণগঞ্জের আড়াই হাজারে এই অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার জন্য জমি নির্বাচন করেছে। বিষয়টি ইতোমধ্যে বিইজেডএ-এর পরিচালনা পর্ষদে অনুমোদিত হয়েছে। সংসদ কাজে প্রধানমন্ত্র্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মতিয়া চৌধুরী সোমবার সংসদের প্রশ্ন-উত্তর-পর্বে এ তথ্য জানান।সরকার দলীয় এম আবদুল লতিফের এ সম্পর্কিত প্রশ্নের জবাবে মতিয়া চৌধুরী বলেন, ‘জাপানের ব্যবসায়ীরা বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহী। বিনিয়োগের বিষয়ে জাপানের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরকালে যে সমঝোতা সই হয়েছে, তার আওতায় একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। জাপানের বিনিয়োগকারীরা প্রথম পর্যায়ে অন্তত একটি অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলবে। জাপান ছাড়া চীন ও ভারত বাংলাদেশে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেছে।’ প্রশ্ন-উত্তরপর্বের আগে বিকেল পাঁচটার পর স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। জাসদের এ কে এম রেজাউল করিম তানসেনের প্রশ্নের জবাবে সংসদ কাজে নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আনিসুল হক বলেন, ‘স্থানীয় সরকার বিভাগ কর্তৃক সীমানা নির্ধারণ শেষ হলে সরকার নির্বাচন অনুষ্ঠানের সময়সীমা প্রজ্ঞাপনের মাধ্যমে নির্ধারণ করবে। এরপর কমিশন সে অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।’দিদারুল আলমের প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার বলেন, ‘ন্যাশনাল সার্ভিস কর্মসূচির আওতায় যুব সমাজের বেকারত্ব দূর করতে মোট ১ লাখ ১১ হাজার জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এর মধ্যে ১ লাখ ৮ হাজার ৭৮২ জনকে জাতি গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্তকরণের মাধ্যমে অস্থায়ী কর্মসংস্থান সৃষ্টি করা হয়েছে। ’লুৎফা তাহেরের এক সম্পূরক প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের প্রতিটি উপজেলায় খেলার মানোন্নয়নে মিনি স্টেডিয়াম অবকাঠামো নির্মাণ শীর্ষক প্রকল্পটি একনেক কর্তৃক অনুমোদিত হয়েছে। এর ফলে প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ করা সম্ভব হবে। ’এম আবদুল লতিফের অন্য এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘ঢাকা শহরে বর্তমানে শতভাগ স্যুয়ারেজ সিস্টেম নেই। স্যুয়ারেজ সেবা বাড়ানোর লক্ষে একটি স্যুয়ারেজ মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে। সেই আলোকে ঢাকার চারপাশে কমপক্ষে চারটি স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে।’
Share!