আত্রাই প্রতিনিধিঃ- মোহনদাস করম চাঁদ গান্ধী অন্যতম প্রধান ভারতীয় রাজনীতিবিদ। ভারতের স্বাধীনতা আন্দোলনের অগ্রগামী ব্যক্তিদের একজন এবং প্রভাব শালী আধ্যাত্নিক নেতাতিনি ছিলেন সত্যাগ্রহ আনোদলনের প্রতিষ্ঠাতা। এ আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছিল অহিংস মতবাদ বা দর্শনের উপর এবং এটি ছিল ভারতীয় স্বাধীনতা আন্দোলনের অন্যতম চালিকা মক্তি।গান্ধী ভারতে এবং বিশ্ব জুড়ে মহাত্না (মহান আত্না) এবং বাপু (বাবা) নামে পরিচিত। এই মহান নেতা কোন এক সময় প্রবল বন্যায় আত্রাই মানুষ যখন অন্য,বস্ত্র,চিকিৎসার অভাবে কাতরাচ্ছিলেন তখন এই মহান নেতার আবিরভাব হয় আত্রাইয়ে মাটিতে তৎকালিন উপজেলার ভরতেঁতুলিয়া গ্রামে এসে বঙ্গীয় রিলিফ কমিটি গঠন (খাদি প্রতিষ্ঠান) নামে প্রতিষ্ঠিত করে আত্রাই মানুষের কর্মসংস্থান, চিকিৎসা কেন্দ্র স্থাপন
নওগাঁ আত্রাইয়ে ভারতের সুবিখ্যাত মহাত্না মোহনদাস করম চাঁদ গান্ধীর ১৪৭তম জন্ম দিন পালিত
Share!