মুক্তারপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোশারফ হোসেন জানান, মাইকোবাসটি উত্তর না দক্ষিণ দিক প্রান্ত্ম থেকে এসেছে তা জানা যায়নি। টোল পস্নাজার সিসি ক্যামেরার মাধ্যমে সনাক্ত করার চেষ্ঠা চলছে। মুক্তারপুর পাশের পশ্চিম দিকের রেলিং ভেঙ্গে মাইক্রোবাসটি ধলেশ্বরেী নদীতে পড়ে নিমজ্জিত হয়।তিনি আরও জানান, মাইক্রোবাসটিতে কত জন আছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।তবে, প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেছেন মাইক্রোবাসটিতে ৩-৪ জন থাকতে পারেন।সদরঘাট নদী ফায়া ষ্টেশনের ডুবরী হুমায়ুন কবির জানান, ঘটনার পর রাত ২ টার সময় নদীর তলদেশ প্রায় ৬০ ফুট পানির গভির নিচ থেকে নিখোজ মাইক্রোবাসটির বাম্পার পাওয়া যায়। তবে নিখোজ মাইক্রোবাসটি পাওয়া যায়নি। নদীতে প্রচন্ড স্রোত থাকার কারনে উদ্ধার কাজ সামইক স্থগিত রয়েছে।
আব্দুল্লাহ আল মাসুদ
মুন্সীগঞ্জের মুক্তারপুরে ষষ্ঠ বাংলাদেশ চীন মৈত্রী সেতুর রেলিং ভেঙ্গে মাইক্রোবাস ধলেশ্বরী নদীতে : নিখোঁজ ৩
Share!