ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) গাড়িচাপায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য নিহত হয়েছেন। তার নাম আবু তাহের (৩৮)।শুক্রবার সকাল সোয়া ৯টার দিকে শ্যামলীতে শিশু মেলার বিপরীত পাশে এ দুর্ঘটনা ঘটে। মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নজরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।পুলিশ জানায়, নিহত আবু তাহের নায়েক পদে কর্মরত ছিলেন। তিনি সিভিলে গেইট পাশ বের হয়েছিলেন। রাস্তা পার হওয়ার সময় সিটি করপোরেশনের একটি গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
Share!