আগামী ৪ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া বিপিএল-এর চতুর্থ আসরে খুলনা টাইটান্সের নেতৃত্ব দেবেন জাতীয় দলের নির্ভরযোগ্য অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। কোচ হিসেবে আসবেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অস্ট্রেলীয় কোচ স্টুয়ার্ট ল। আর উপদেষ্টা হিসেবে থাকছেন সাবেক জাতীয় অধিনায়ক হাবিবুল বাশার সুমন এবং ম্যানেজারের দায়িত্ব পালন করবেন সাবেক জাতীয় ওপেনার নাফিস ইকবাল।খুলনা টাইটান্সের লোগোটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন জেমকন গ্রুপের পরিচালক আমিনা আহমেদ।লোগো উন্মোচনের পর জেমকন গ্রুপের পরিচালক কাজী ইনাম আহমেদের কণ্ঠে ছিল দূরন্ত ক্রিকেট উপস্থাপনের প্রত্যয়, ‘বিপিএল-এর মাধ্যমে ক্রিকেট সারা দেশকে এক সুঁতোয় বাঁধে। আমরা খুলনা বিভাগকে বিপিএল-এ প্রতিনিধিত্ব করতে পেরে আানন্দিত। খুলনা ক্রিকেটের উন্নয়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আর একটি ব্যাপারে আমরা আপনাদের প্রতিশ্রুতি দিতে চাই; সেটি হলো খুলনা টাইটান্স বিপিএল-এ প্রতিদ্বন্দ্বিতার নতুন মাত্রা যোগ করবে।’নতুন দলটির অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। আর তিনি প্রতিশ্রুতি দিলেন নিজের সেরা নৈপুণ্য উপস্থাপনের, ‘আমি অধিনায়ক হিসেবে সর্বাগ্রে থেকে দলকে নেতৃত্ব দেবো। আমরা যে পরিকল্পনা নিয়েছি তা বাস্তবায়িত হলে খুলনা টাইটান্স হবে বিপিএল-এর অন্যতম শক্তিশালী দল। আমি আমার দল নিয়ে ভীষণ খুশি।’দলটির উপদেষ্টা হাবিবুল বাশার সুমন বলেন, ‘খুলনা টাইটান্স হবে বিপিএল-এর অন্যতম চৌকষ দল। আমি জেমকন গ্রুপকে ধন্যবাদ জানাই দলটি মাঠে নামানোর জন্য। মাঠ ও মাঠের বাইরে খুলনা টাইটান্স হবে সবার জন্য আকর্ষণীয় এক নাম।’
Share!