আয়নার সামনে দাঁড়িয়ে দেখলেন কুঁচকে যাচ্ছে চোখ ও ঠোঁটের আশেপাশের অংশ? তবে আপনার জন্যই এই টিপস! ত্রিশের পর থেকে যেকোনও সময় এ ধরনের বলিরেখা দেখা দিতে পারে ত্বকে। যত্নের অভাব, পুষ্টির অভাব থেকে শুরু করে বিভিন্ন কারণে ত্বক কুঁচকে যায়। প্রাকৃতিক উপায়েই দূর করতে পারেন বলিরেখা।ফল দিয়ে তৈরি বিভিন্ন ফেসপ্যাক নিয়মিত ব্যবহারে ধীরে ধীরে কমে যাবে বলিরেখা। জেনে নিন কীভাবে তৈরি ও ব্যবহার করবেন ফেসপ্যাক- আঙুর ও মধু –আঙুর চটকে ১ চা চামচ মধু মেশান।মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন। ১৫ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। কলা, দই ও মধু -একটি পাকা কলা চটকে ১ চা চামচ দই ও মধু মেশান। মিশ্রণটি ভালো করে নেড়ে পেস্ট তৈরি করুন। বলিরেখায় আক্রান্ত ত্বকে মিশ্রণটি লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।আপেল, মধু ও মিল্ক পাউডার -একটি আপেল সেদ্ধ করে চটকে নিন। ১ চা চামচ মধু ও মিল্ক পাউডার মেশান। বলিরেখার উপর লাগিয়ে রাখুন ১৫ মিনিট। কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।কমলার খোসা, দই ও গোলাপজল-কমলার খোসা শুকিয়ে গুঁড়া করে নিন। ১ টেবিল চামচ কমলার খোসা গুঁড়া, ১ চা চামচ দই ও কয়েক ফোঁটা গোলাপজল একসঙ্গে মেশান। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন।পেঁপে ও মুলতানি মাটি-কয়েক টুকরা পাকা পেঁপে চটকে ১ টেবিল চামচ মুলতানি মাটি মিশিয়ে নিন। মিশ্রণটি ত্বকে ২০ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২ বার ব্যবহার করুন ফেসপ্যাকটি।
Share!