বিশ্বের সবচেয়ে খ্যাতনামা চলচ্চিত্র আসর অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস তথা অস্কারের ৮৯তম আসরের জন্য বাংলাদেশ থেকে মনোনীত হয়েছে ‘অজ্ঞাতনামা’।আসরের বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে প্রতিদ্বন্দ্বিতার জন্য নির্বাচন করা হয়েছে তৌকীর আহমেদ পরিচালিত প্রশংসিত এ ছবিটি।বিষয়টি নিয়ে সোমবার দুপুরে রাজধানীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ ফেডারেশন ফিল্ম সোসাইটিজ। সেখানে এ তথ্য জানানো হয়।সম্মেলনে অস্কার বাংলাদেশ কমিটির চেয়ারম্যান হাবিবুর রহমান খান বলেন, ‘‘অজ্ঞাতনামা’ ছবিটি অস্কার মনোনয়নের সব বৈশিষ্ট্য মেনে নির্মাণ করা হয়েছে। এছাড়া ছবিটি অভিবাসী সংকট ও অবৈধভাবে মানব পাচারের বাস্তবতায় সাজানো, যা সমকালীন বিশ্বের প্রতিরূপ বলেই ছবিটিকে মনোনীত করা হয়েছে।’’অস্কারে বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে অংশগ্রহণের জন্য বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ ৯ সদস্যের জুরি বোর্ড এ সিদ্ধান্ত নেয়। বিভাগটিতে চলচ্চিত্র বাছাই প্রক্রিয়ায় অংশগ্রহণ করে চারটি ছবি। এগুলো হলো- ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘অজ্ঞাতনামা’, মেহের আফরোজ শাওনের ‘কৃষ্ণপক্ষ’, সুমন ধরের ‘দর্পণে বিসর্জন’ এবং রুবাইয়াত হোসেনের ‘আন্ডার কনস্ট্রাকশন’।‘অজ্ঞাতনামা’ চলচ্চিত্রের মূল বিষয় গলাকাটা পাসপোর্টের মাধ্যমে তীব্র অভিবাসন সংকট ও মানবেতর জীবন যাপন।এ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মোশাররফ করিম, নিপুণ এবং শহীদুজ্জান সেলিম।.তাদের পাশাপাশি ছিলেন আবুল হায়াত, শাহেদ শরীফ খান, শতাব্দী ওয়াদুদ, শাহেদ আলী সুজন, মোমেনা চৌধুরী, সুজাত শিমুল, নাজমুল হুদা বাচ্চু, শিশুশিল্পী আপন, সায়েম প্রমুখ।গত মে মাসে অনুষ্ঠিত ৬৯তম কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে অংশ নিয়েছে ‘অজ্ঞাতনামা’। এ ছাড়া ইতালির রোমে অনুষ্ঠিত গাল্ফ অব নেপলস ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভ্যালে এটি অর্জন করেছে জুরি মেনশন অ্যাওয়ার্ড।
অস্কারের ৮৯তম আসরের জন্য বাংলাদেশ থেকে মনোনীত হয়েছে ‘অজ্ঞাতনামা
Share!