কিছু টিপস মেনে চললে প্রাকৃতিকভাবেই পাবেন সুন্দর ও স্বাস্থ্যোজ্জ্বল ত্বক। মেকআপ ছাড়াই সুন্দর থাকতে হলে কোন কোন বিষয়গুলোর উপর লক্ষ রাখতে হবে জেনে নিন-
- ত্বক প্রাকৃতিকভাবে উজ্জ্বল ও সুন্দর দেখাতে দৈনন্দিন পরিষ্কার পরিচ্ছন্নতার উপর জোর দিন।
- ত্বকের মরা চামড়া দূর করতে স্ক্রাবিং করুন।
- ত্বকে নিয়মিত ময়েশ্চারাইজার লাগান।
- ঠোঁট সুন্দর রাখতে সপ্তাহে কয়েকবার টুথব্রাশের সাহায্যে ঠোঁট ঘষে নিন।
- প্রতিদিন রাতে ঘুমানোর আগে ত্বক ম্যাসাজ করুন। এত রক্ত চলাচল বাড়বে ও ত্বকে আসবে প্রাকৃতিক উজ্জ্বলতা।
- মাস্কারার বদলে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করতে পারেন চোখের পাপড়িতে। ঘন ও কালো দেখাবে চোখের পাপড়ি।
- দাঁত ঝকঝকে করার জন্য নিয়মিত ব্রাশ করার পাশাপাশি কলার খোসার সাহায্য নিতে পারেন। কলার খোসার ভেতরের অংশ দাঁতে ঘষে নিন প্রতিদিন সকাল। দূর হবে দাঁতের হলদে দাগ।
- ডার্ক সার্কেল দূর করার জন্য ঠাণ্ডা টি ব্যাগ চোখের উপর দিয়ে রাখুন। শসা স্লাইস করে কেটে দিলেও উপকার পাবেন।
- প্রতিদিন বাইরে বের হওয়ার আগে সানস্ক্রিন লোশন ব্যবহার করতে ভুলবেন না।
Share!