Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

মহাসড়ক যেন মৃত্যুফাঁদ

সড়কে মর্মান্তিক দুর্ঘটনায় অনেক প্রাণহানিসহ ঘরমুখো মানুষকে পোহাতে হয় সীমাহীন দুর্ভোগ। এবছরও অন্যান্য বছরের মতো ব্যাপক প্রাণহানী ঘটেছে।
পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) উদ্দ্যোগে মঙ্গলবার পরিবেশ মিলনায়তনে ‘মহাসড়কে মৃত্যুর মিছিল প্রতিরোধে করণীয় শীর্ষক’ আলোচনা সভায় আলোচকরা এ অভিমত ব্যক্ত করেন।  আলোচকরা বলেন, মহাসড়ক যেন মৃত্যুফাঁদ। তবে দুর্ঘটনা হ্রাসে সরকার ইতিমধ্যে বেশকিছু পদক্ষেপ গ্রহণ করেছে। তারপরও সড়কে মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। তাই সড়ক দুর্ঘটনা রোধে পদক্ষেপ জরুরি।  পবার চেয়ারম্যান আবু নাসের খানের সভাপতিত্বে সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সোবহান এবং অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পবার যুগ্ম সাধারণ সম্পাদক ড. লেলিন চৌধুরী, সহ-সম্পাদক স্থপতি শাহীন আজিজ, মো. সেলিম, মর্ডান ক্লাবের সভাপতি আবুল হাসানাত প্রমুখ।বক্তারা বলেন, নিরাপদ, সাশ্রয়ী, পরিবেশবান্ধব ও টেকসই পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে রেল ও নৌপথের গুরুত্ব অপরিহার্য। কিন্তু স্বাধীনতা-পরবর্তী সময়ে নৌ ও রেলপথের জন্য পর্যাপ্ত বিনিয়োগ এবং সঠিক পরিকল্পনা না থাকায় যোগাযোগ ব্যবস্থা সড়ক কেন্দ্রিক হয়ে পড়েছে। অতিরিক্তি সড়ক নির্ভরতায় দুর্ঘটনা, বায়ু ও শব্দ দূষণসহ নানারকম সমস্যা বেড়ে চলেছে। সুতরাং যাতায়াত ব্যবস্থার এই সংঙ্কট উত্তরণে পরিকল্পিত ও সমন্বিত পদক্ষেপ গ্রহণ জরুরি।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top