গুঞ্জন, বলিউড পরিচালক নীরজ পাণ্ডে বিরাট কোহলিকে নিয়ে একটা ছবি বানাবেন। আর সেই ছবিতে বিরাট কোহলির চরিত্রে অভিনয় করবেন পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান।সেই ছবির কাজকর্ম কত দূর এগোলো, সে খবর আসার আগেই এল চমকে যাওয়ার মতো অন্য খবর! বিরাট কোহলির বায়োপিক থেকে বাদ পড়লেন নায়ক ফাওয়াদ খানই! তার আর ভারতীয় টেস্ট অধিনায়কের চরিত্রে অভিনয় করা হচ্ছে না! কারণ, উরি হামলার পরিপ্রেক্ষিতে কেউ চাইছেন না, ভারতের অন্যতম জনপ্রিয় খেলোয়াড়ের ভূমিকায় অভিনয় করুন পাকিস্তানি তারকা!যদিও ফাওয়াদ খানের মুখপাত্র জানিয়েছেন, নায়কের অভিনয় না করার কারণটা অন্য! তিনি যে বিরাট কোহলির চরিত্রে অভিনয় করছেন, এটা পুরোপুরি গুজব। কাজেই ছবি থেকে ফাওয়াদের বাদ পড়ার প্রশ্নই ওঠে না! তিনি তো ছবিটা সই-ই করেননি!গুজব কিন্তু থামছে না! অনেকে বলছেন, ভাতের মহারাষ্ট্র নবনির্মাণ সেনা পাকিস্তানি শিল্পীদের ভারত ছাড়ার ডাক দিয়েছে, সেটাও ফাওয়াদকে বাতিল করার একটা বড় কারণ। ফাওয়াদ আর ভারতে থাকতে পারবেন কি না, তারই ঠিক নেই! তাই তাকে বাদ দিয়ে খোঁজা হচ্ছে অন্য কাউকে, যার চেহারার আদল বিরাট কোহলির সঙ্গে মিলে যায়!
Share!