হ্যাঁ, ক্যাটরিনা এবং কারিনা দুজনেই গ্লোবাল সিটিজেন কনসার্টে উপস্থিত থাকলেও তাদের আলাদা করে মেন রাখতে হবে। একজন ক্যাটরিনা কাইফ আরেকজন কারিনা কাপুর খান।শনিবার নিউ ইয়র্কে গ্লোবাল সিটিজেন কনসার্টে ব্যান্ড কোল্ডপ্লে’র দলপতি ক্রিস মার্টিন নভেম্বরে মুম্বাইয়ে হতে যাওয়া এ কনসার্টে উপস্থিত বলিউড তারকাদের নাম বলেন। সেখানে তিনি আমার খান, অমিতাভ বচ্চনের পর ক্যাটরিনার নাম বলেন, নামের সঙ্গে আবার ‘কাপুর খান’ও যোগ করেন। তার পরপরই চলে যান এ আর রহমানের নামে….প্রিয়াঙ্কা চোপড়া ছিলেন অনুষ্ঠানের নিমন্ত্রক। ক্যাটরিনা খান শুনে তার মুখ দিয়ে ‘ওহ’ বের হয়ে যায়! অবশ্য বিষয়টাকে তিনি খুবই দারুণভাবে সামাল দেন।১৯ নভেম্বর ভারতে হতে যাওয়া এ ছয় ঘণ্টার শোতে কোল্ডপ্লে ছাড়াও উপস্থিত থাকবেন রনবীর সিং, শ্রদ্ধা কাপুর, দিয়া মির্জা, অর্জুন কাপুর, ফারহান আক্তার, অারজিৎ সিং, শঙ্কর আহসান লয় এবং মোনালি ঠাকুর। সঙ্গে থাকছেন আন্তর্জাতিক মানেরে র্যাপার জে-জেড
ক্যাটরিনা কাইফ হয়ে গেলেন ক্যাটরিনা খান
Share!
hello!,I like your writing so much! proportion we keep upp a correspondence extra abou your article on AOL?
I require an expert on this house to unravel my
problem. May be that’s you! Looking forward to
see you.
Thank you