প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছেলে শেখ কামালকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে নাটোরের সদর উপজেলার হয়বতপুর বাজার থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। ওই যুবককে ছাড়াতে পুলিশকে চাপ দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তার বড় ভাইকেও। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তার যুবকের নাম রুহুল আমিন (২৫)। তার ভাইয়ের নাম লোকমান হোসেন (২৮)। তারা নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামের ওমর আলীর ছেলে।পুলিশ জানায়, ছয় মাস আগে রুহুল আমিনের ফেসবুক পোস্টের সূত্র ধরে আজ বিকেলে এলাকার কয়েকজন তাকে বাড়ি থেকে ডেকে হয়বতপুর বাজারে নিয়ে আসে। তাকে সেখানে আটকে রেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে রুহুল আমিনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।আজ সন্ধ্যায় কেরামত আলী নামে আওয়ামী লীগের এক কর্মী বাদী হয়ে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে রুহুল আমিনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় রুহুল আমিনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ সময় পুলিশের কাজে বাধা দেওয়ায় তার বড় ভাই লোকমানকেও গ্রেপ্তার করে পুলিশ।
Share!