Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

পাকিস্তানি তারকাদের ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছেড়ে যাওয়ার সময়সীমা

 বলিউডের পাকিস্তানি তারকাদের ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছেড়ে যাওয়ার সময়সীমা বেঁধে দিয়েছিলেন রাজ ঠাকরের নেতৃত্বাধীন কট্টর হিন্দুত্ববাদী দল মহারাষ্ট্র রাজ্যের নব নির্মাণ সেনা (এমএনএস)।শুধু তাই নয়, সংগঠনটি ফাওয়াদ খানের ইয়ে দিল হ্যায় মুশকিল এবং মাহিরা খানের রেস মুক্তির সময় স্টল বন্ধ করে দেওয়ারও হুমকি দিয়েছে। এতে দ্বিধাবিভক্তি দেখা দিয়েছে বলিউড পাড়ায়।আজ রোববার হিন্দুস্তান টাইমস এক খবরে জানিয়েছে, পাকিস্তানি শিল্পীদের নিজ দেশে ফেরত যাওয়া বা ভারত ত্যাগের জন্য দেওয়া আল্টিমেটামে বিভক্তি দেখা দিয়েছে বলিউড পাড়ায়। সেখানে অনেকেই বিষয়টিকে ভাল চোখে দেখছে না। অন্যদিকে বেশ কয়েকজন এই শিল্পীদের ভারত থেকে বের করে দেওয়ার পক্ষে অবস্থান নিয়েছেন। এতে সঙ্গীত শিল্পী রাহাত ফতেহ আলীসহ বলিউডের বেশ কিছু পাকিস্তানি নাগরিক তারকা অভিনেতাকে নিয়ে বিপাকে পড়েছে বলিউড পাড়া।প্রতিবেদনটিতে পাকিস্তানি অভিনেত্রী ও মডেল ভিনা মালিক বলেন, যখনই (ভারত-পাকিস্তানের মধ্যে) কিছু হয়, তখনই তাদের চোখ পড়ে আমাদের দিকে। কেন কেউ পাকিস্তান-ভারতের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক বা ক্রিকেট খেলা নিয়ে প্রশ্ন তোলে না? কোন (পাকিস্তানি) শিল্পী ভারতকে হুমকি দিয়েছে বা আক্রমণ করে কিছু বলেছে এমন কখনই আমি দেখি নি। এটা সে সকল উগ্রবাদীদের কাজ যারা আমাদের বাজে দৃষ্টিতে দেখে।’তিনি আরো বলেন, ভারত থেকে আমি বেশ কিছু চলচ্চিত্রে অভিনয়ের জন্য ডাক পেয়েছি। কিন্তু আমার মনে হয় না সেগুলোতে আসা আমার পক্ষে সম্ভব হবে। বিষয়টি নিয়ে আমারও ভাবতে হবে। যে দেশে স্টুডিওর বাহিরে থাকা মানুষের কিছু হলেই আমাকে হুমকি দেয় তাদের দেশ ছাড়ার, সেখানে আমি আমার সৃজনশীলতা ধরে রাখতে পারব বলে মনে হয় না এদিকে পাকিস্তানি শিল্পীরা ভারতের কোন কাজে আসছে না, বরং ভারতকে তাদের প্লাটফর্ম হিসেবে ব্যবহার করছে বলে সমালোচনা করেছেন দেশটির সঙ্গীত শিল্পী অভিজিৎ। সে তার পৃথক টুইটে জানায়, পাকিস্তানি শিল্পীদের যাওয়ার কোন স্থান নেই। তাদের দেশে তাদের জন্য কোন ‘গ্লামার’ নেই। তারা এই দেশের প্লাটফর্ম ব্যবহার করে পরিচিতি পেয়েছে।ভারতের অপর এক সঙ্গীত শিল্পী কৈলাস খের বলেন, (পাকিস্তানি শিল্পীদের ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া) বিষয়টি উচিত হচ্ছে না। আমি মনে করি শিল্পীদের কোন সীমানা নেই। তারপরও যদি কেউ তার দেশের প্রতি বাড়তি আবেগ প্রকাশ করে, তাহলে তাকে ফেরত পাঠানোর কথা বলা ভিন্ন বিষয়। কিন্তু বর্তমানে ঢালাওভাবে যেই শিল্পীদের ভারতে পাঠানোর কথা বলা হচ্ছে, তারা কেউ ভারতের জন্য ঘৃণা প্রকাশ করেনি। তারা সহিংস কোন কথাও বলেনি।এছাড়া এ বিষয়ে ভক্তদের কাছ থেকেও টুইটারে পক্ষে-বিপক্ষে নানা প্রতিক্রিয়া দেখা গেছে।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top