তাসকিন আহমেদ ও আরাফাত সানির বোলিং অ্যাকশনের পরীক্ষা সম্পন্ন হয়েছে। প্রথমে আজ সকালে ব্রিসবেনের ন্যাশনাল ক্রিকেট সেন্টারের ল্যাবে পরীক্ষা দিয়েছেন তা্সকিন আহমেদ।এর কয়েক ঘন্টা পর বাম হাতি স্পিনার আরাফাত সানিও তার পরীক্ষা পর্ব শেষ করেন। তাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।পরীক্ষা শেষেই নিজেই ফেসবুকে এই তথ্য জানান তাসকিন। এই পেসার বলেন, ‘পরীক্ষা শেষ। এখন কেবল ফলাফলের অপেক্ষা। সবাই দোয়া করবেন।’এ বছর ভারতে অনুষ্ঠিত টি২০ বিশ্বকাপ চলাকালে অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাময়িক নিষিদ্ধ হন বাংলাদেশের দুই বোলার পেসার তাসকিন ও স্পিনার সানি।এরপর থেকে নিজেদের বোলিং অ্যাকশন শোধরাতে পুর্নবাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন তারা।এবার আইসিসির অনুমোদিত ল্যাবে বোলিং অ্যাকশন পরীক্ষায় বৈধতা প্রমাণিত হলেই আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অনুমতি মিলবে তাদের।ফলাফলের জন্য তাদের ২-৩ সপ্তাহ অপেক্ষা করতে হবে। আগামী ১১ সেপ্টেম্বর তাসকিন-সানির দেশে ফিরে আসার কথা।
তাসকিন আহমেদ ও আরাফাত সানির বোলিং অ্যাকশনের পরীক্ষা সম্পন্ন
Share!