নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্নাকে রাষ্ট্রদ্রোহের মামলায় হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
রোববার রাষ্ট্রপক্ষের করা এক আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ ৩০ অক্টোবর পর্যন্ত জামিন স্থগিতাদেশ দেন।
রাজধানীর গুলশান থানার রাষ্ট্রদ্রোহ মামলায় গত ৩০ আগস্ট একটি রুলের নিষ্পতি করে মান্নাকে জামিন দিয়েছিলেন হাইকোর্ট।রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ আপিল বিভাগ মান্নার জামিন স্থগিত করেন। গত বছরের ৫ মার্চ সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে মাহমুদুর রহমান মান্না এবং যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের ওই মামলা দায়ের করা হয়। গুলশান থানার এসআই (উপ-পরিদর্শক) শেখ সোহেল রানা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এই মামলায় বিচারিক আদালতে মাহমুদুর রহমান মান্নার জামিন নাকচ করা হলে হাইকোর্টে জামিন আবেদন করেন তিনি। এরপর চলতি বছরের ২১ মার্চ আদালত শুনানি শেষে একটি রুল জারি করেন হাইকোর্ট। গত ৩০ আগস্ট সেই রুলের নিষ্পত্তি করে মান্নাকে জামিন দেন আদালত। গত বছরের ২৪ ফেব্রুয়ারি রাতে মাহমুদুর রহমান মান্নাকে ধানমণ্ডি থেকে গ্রেফতার করে র্যাব। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।
মান্নার জামিন স্থগিত
Share!