প্রেমিক-প্রেমিকার মধ্যে অহরহ ঘটে এমনটা। রাগ, ক্ষোভ আর তা থেকেই এক পর্যায়ে মুখ দেখাদেখি পর্যন্ত বন্ধ! কিন্তু তাই বলে পেশার খাতিরে যখন একই জায়গায় আছেন কেউ, তাদের মধ্যে এমনটা ঘটলে তা মেনে নেওয়া কষ্টকর।ঠিক এই কষ্টই দীর্ঘদিন ধরে মেনে আর মনে নিয়ে তার ভার বইয়ে বেড়াচ্ছেন বলিউড অভিনেতা ইমরান হাশমি। ব্যাপারটা অনেকটা এমনই।এবেলা বলছে, বলিউডে একটা পার্টিতে কেউ কারোর সঙ্গে যদি হাতাহাতিতেও জড়ান, তো পরের পার্টিটায় তাদের দেখা যায় গলাগলি অবস্থায়। সেই পরিসরেও যখন একজন তারকা অন্য আর একজনের কাছে ক্ষমা চাইতে আগ্রহী হন, তখন বুঝতেই হয় ব্যাপার গুরুতর।সম্প্রতি একটি পত্রিকাকে ইমরান জানিয়েছেন, দুইবছর আগে ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে তিনি এমন এক ঝঞ্ঝাটে জড়িয়ে পড়েন, যার জন্য তিনি এখন ক্ষমা প্রার্থনা করছেন।করণ জোহরের জনপ্রিয় শো ‘কফি উইথ করণ’-তে ক্যুইজের র্যাপিড ফায়ার রাউন্ডে তিনি ঐশ্বরিয়াকে ‘প্লাস্টিক’-এর সঙ্গে তুলনা করে বসেন। ব্যস। তার পর থেকেই ইমরানের নাম শুনলে তোলে-বেগুনে জ্বলে ওঠেন জুনিয়র বচ্চন-পত্নী।এবেলা বলছে, ইমরান থাকছেন জেনে মিলন লুথরার একটি ছবিতে নায়িকার অফার ফিরিয়েও দিয়েছেন ঐশ্বর্য। সময়ের সঙ্গে সঙ্গে মোটেই পলি পড়েনি বিধুমুখী বিড়ালাক্ষীর মনের গোপন কোণএই কষ্টের কথা নিজের হৃদয়ে অনুভব করছেন ‘সিরিয়াল কিসার’-ও। তাই ক্ষমা চাওয়া ছাড়া উপায়ান্তর দেখতে পাচ্ছেন না ইমরান।এরই পরিপ্রেক্ষিতে ইমরান ওই পত্রিকার সাক্ষাৎকারে ক্ষমা চেয়ে নেওয়ার সুযোগটা হাতছাড়া করতে চাননি। তবে এখন দেখার বিষয়, কালিমা ঘুচিয়ে ইমরানের প্রতি ক্ষমাসুন্দর হাসি কবে হাসবেন ঐশ্বরিয়া।
Share!