শিক্ষকদের রাজনীতি না করার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ রোববার দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় যোগ দিয়ে মন্ত্রী এ কথা বলেন।
ওবাদুল কাদের বলেন, শিক্ষার্থীদের ভালো করে পড়াশোনার দায়িত্বের জন্য শিক্ষকদের রাজনীতি থেকে দূরে থাকতে হবে। বাংলাদেশে এখন প্রধান আপদ মাদক, জঙ্গিবাদের মতো মাদক বিভিন্ন এলাকায় ছড়াচ্ছে। মাদকের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে ।
সেতুমন্ত্রী আরো বলেন, বাংলাদেশ এখন নেতা উৎপাদনের কারখানায় পরিণত হয়েছে। রাজনীতিবিদ এখন কোনো আইন মানেন না,সাধারণ মানুষ আইন মেনে চলে। বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের চলতে হবে। এ সময় তিনি নেতাকর্মীদের কথা কম বলার নির্দেশ দেন।