চোট পেয়েছেন গতকাল। দুঃসংবাদটা শুনলেন আজকে। এক্স-রেতে তামিম ইকবালের বাঁ হাতের কনিষ্ঠ আঙুলে চিড় ধরা পড়েছে। ব্যাট হাতে নিতে পারবেন না অন্তত দুই থেকে তিন সপ্তাহ। তামিম অবশ্য আশাবাদী, ‘তিন সপ্তাহ হলেও সর্বোচ্চ ১৮ তারিখ পর্যন্ত বাইরে থাকব। আশা করছি, আফগানিস্তান সিরিজে খেলতে পারব।’ গতকাল ফিল্ডিং অনুশীলনের সময় চোট পান তামিম।
Share!