শুরু হয়েছে সৈকত নাসির পরিচালিত চলচ্চিত্র ‘পাষাণ’। আজ শনিবার গাজীপুরে ছবিটির শুটিং শুরু হয়েছে। সেখানে অংশ নিচ্ছেন নবাগত এমি ও কলকাতার নায়ক ওম। এ ছবিতে পরী মণির অভিনয়ের কথা থাকলেও অনেকটা হঠাৎ করেই তিনি সরে দাঁড়ান। পরীর পরিবর্তে ছবিতে যুক্ত হন এমি।
এ বিষয়ে নবাগত এমি এনটিভি অনলাইনকে বলেন, ‘আমরা গত বৃহস্পতিবার থেকে ছবির শুটিং করছি। গতকাল কোনো শুটিং ছিল না, আজ সকাল থেকে আবার গাজীপুরে ছবির শুটিং করছি। এখানে আমরা তিনদিনে বেশকিছু দৃশ্যের শুটিং করব।’
ছবিতে কীভাবে যুক্ত হলেন জানতে চাইলে এমি বলেন, ‘আমি সৈকত স্যারের অন্য একটি ছবির জন্য প্রস্তুত হচ্ছিলাম। চার মাস ধরেই নিয়মিত ব্যায়াম, নাচ, ফাইট, এমনকি অভিনয়ের ওপর প্রশিক্ষণ নিয়েছি। কিন্তু হঠাৎ করেই আমাকে এই ছবিতে অভিনয় করতে বলা হলো। গল্পটা শুনে মনে হলো আমি যেন এই চরিত্রের মধ্যে নিজেকে দেখতে পাচ্ছি। সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাই। অনেক আনন্দ দিয়ে শুটিং করছি। কারণ ছবির গল্প যেমন পছন্দ হয়েছে, পরিচালকও আমার পছন্দের।’
কলকাতার নায়ক ওমের সঙ্গে কাজের বিষয়ে এমি বলেন, ‘আজ নিয়ে মাত্র দুদিন নায়ক ওমের সঙ্গে শুটিং করেছি। ওনার সঙ্গে কাজ করতে গিয়ে আমার কখনো মনে হয়নি আমি নতুন শিল্পী। তাল মিলিয়ে কাজ করছি। সহশিল্পী হিসেবে অনেক সহযোগিতা করেন তিনি। ওনার সঙ্গে কাজ করে ভালো লাগছে।’