Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাব গণবিরোধী: বিএনপি

এক বছরের মধ্যে দ্বিতীয় দফায় গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব ‘গণবিরোধী’ মন্তব্য করে অবিলম্বে এই সিদ্ধান্ত থেকে সরে আসতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি।মঙ্গলবার সকালে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল।বিএনপির নতুন কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘আমাদের বক্তব্য অত্যন্ত স্পষ্ট। গ্যাসের মূল্য বৃদ্ধি দেশের সামগ্রিক অর্থনীতি ও মানুষের জীবনযাত্রার ওপর কী প্রভাব ফেলবে- সে বিষয়ে সকল স্টেকহোল্ডারদের মতামতের ভিত্তিতে পূর্ণাঙ্গ সমীক্ষা না করে গ্যাসের দাম বাড়ানো হবে চরম খামখেয়ালিপনা।’‘আমরা অবিলম্বে গ্যাসের মূল্য বৃদ্ধির এই গণবিরোধী প্রস্তাব প্রত্যাহার করে নেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি’সোমবার গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) গণশুনানিতে বিতরণকারী প্রতিষ্ঠান তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আবাসিক ব্যবহারকারীদের গ্যাসের দাম প্রায় দ্বিগুণ করার প্রস্তাব তোলা হয়।কোনো মহলের ‘সুবিধার জন্য’ দাম বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে কি না- সেই প্রশ্ন তুলে এই বিএনপি নেতা বলেন, “এখন সরকার যদি ন্যূনতম জীবন ধারণের বেলাতেও জনগণকে দুর্দশায় ফেলে মুনাফাখোর হয়, তাহলে সাধারণ মানুষ বাধ্য হয়ে একদিন রাস্তায় নেমে আসবে।”গ্যাসের দাম আবার বাড়ানো হলে দেশের অর্থনীতিতে এর ‘বিরূপ প্রভাব পড়বে’ বলেও সরকারকে সতর্ক করেন আলাল।অন্যদের মধ্যে বিএনপির সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন জীবন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, সহ সম্পাদক আবদুস সালাম আজাদ, আসাদুল করিম শাহিন, তাইফুল ইসলাম টিপু, মুনির হোসেন, বেলাল আহমেদ, জালাল আহমেদ মজুমদার, জয়ন্ত কুমার কুণ্ডু, আবদুল আউয়াল খান, সাইফুল ইসলাম, শামসুজ্জামান সুরজ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top