সিঙ্গাপুরে হামলার পরিকল্পনার অভিযোগে ইন্দোনেশিয়ায় বোমা তৈরির উপকরণসহ ছয়জনকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে সিঙ্গাপুর আর বাতাম দ্বীপে হামলার পরিকল্পনা ছিল তাদের।হামলার মূল পরিকল্পনাকারী সিরিয়ায় অবস্থানরত ইন্দোনেশিয়ার নাগরিক আইএস জঙ্গি বাহরুন নাইম। ইন্দোনেশিয়ার পুলিশ প্রধান জানিয়েছেন বাহরুন নাইমের সাথে তাদের সরাসরি যোগাযোগ ছিল।এদিকে, ইন্দোনেশিয়ায় এই ছয়জন গ্রেপ্তার হওয়ার পরই জাতীয় দিবসের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে সিঙ্গাপুর সরকার।
Share!