শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, আমাদের দেশের মেধাবী ছাত্ররা আজ জঙ্গিবাদে জড়িয়ে পড়ছে। তাদেরকে মাদকের মাধ্যমে নেশাগ্রস্ত করে বেহেস্তে যাওয়ার কথা বলে জঙ্গিবাদের দিকে নিয়ে যাচ্ছে। এটা কারো জন্যই মঙ্গল বয়ে আনবে না বলে তিনি মন্তব্য করেন।শুক্রবার বিকেলে ঝালকাঠির নলছিটির কেন্দ্রীয় ঈদগা ময়দানে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪১ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।শিল্পমন্ত্রী বলেন, ‘এর আগেও যারা জঙ্গিবাদ সৃষ্টি করেছিল তারাও রেহাই পায়নি। এখন যারা দেশের বিভিন্ন স্থানে জঙ্গিবাদ সৃষ্টি করছে, তারাও রেহাই পাবেনা। মুক্তিযুদ্ধের বিপক্ষের এক ব্যক্তি শাহ আজিজকে জিয়াউর রহমান প্রধানমন্ত্রী করেছিলেন মন্তব্য করে শিল্পমন্ত্রী বলেন, ‘শাহ আজিজ জাতিসংঘে গিয়ে মুক্তিযুদ্ধের বিপক্ষে ভাষণ দিয়েছিলেন। সেই বিতর্কিত লোককে জিয়াউর রহমান প্রধানমন্ত্রী করেছিল। এভাবেই বিএনপি দেশে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিকে পুনর্বাসন করেছে।এসময় শিল্পমন্ত্রী আরও বলেন, ‘২০১৪ সালের নির্বাচনের পরই বিএনপি-জামায়াত মানুষ হত্যা করে আসছে। সেই অপশক্তি আবার ২০১৫ সালেও আগুন দিয়ে এবং পেট্রোলবোমা মেরে নৃশংস হত্যাকাণ্ডে লিপ্ত হয়।’ কৌশল পাল্টেই অপশক্তিগুলো বারবার দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্রকারীরা কখনোই রেহাই পাবে না বলেও মন্ত্রী মন্তব্য করেন।
Share!