বিবিসি জানিয়েছে সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত শহর আলেপ্পো ছাড়ছে স্থানীয়রা। শনিবারও বেশ কিছু পরিবারকে করিডর দিয়ে শহরটি ত্যাগ করতে দেখা গেছে। এইসব মানবিক করিডরগুলো দিয়ে দিনে অন্তত একশ মানুষ আলেপ্পো ছেড়ে পশ্চিমাঞ্চলের সরকার নিয়ন্ত্রিত অঞ্চলগুলোতে চলে যাচ্ছে। প্রাথমিকভাবে তাদের অস্থায়ী আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে। এর আগে রাশিয়া ঘোষণা করেছিল, আলেপ্পো থেকে বেসামরিক নাগরিক এবং নিরস্ত্র বিদ্রোহীদের বের করে দিতে চারটি নতুন করিডর খোলা হবে। তার দুই দিনের মাথায় বেসামরিক নাগরিকদের সেখান থেকে সরিয়ে নেয়ার জন্য ব্যবস্থা করা হয়। বেসামরিক নাগরিকরা যাতে নির্বিঘ্নে বের হয়ে যেতে পারে সেজন্য ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব করেছে জাতিসংঘ। সংস্থাটি জানিয়েছে বিদ্রোহী নিয়ন্ত্রিত শহরটিতে প্রায় তিন লাখ মানুষ আটকা পড়েছে। যাদের রসদ আগামী মাসেই শেষ হয়ে যাবে। ফলে এখনই আলেপ্পো না ছাড়লে চরম খাদ্য সংকটে পড়তে হবে সেখানকার বাসিন্দাদের।
সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত শহর আলেপ্পো ছাড়ছে স্থানীয়রা
Share!