বুধবার (২৭ জুলাই) সকালে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত কার্যঅধিবেশন শেষে শিক্ষামন্ত্রী জানান, শাখা ক্যাম্পাস বন্ধ হয়ে যাওয়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের কাছে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ চাইতে পারবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এক্ষেত্রে শিক্ষার্থীদের সবধরনের সহযোগিতা করা হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, আমরা বলেছি এখনকার সময়ে একটা গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে দেশ এখন জঙ্গিবাদের মুখোমুখি। সে বিষয়ে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, অন্যান্য মন্ত্রণালয় থেকেও নির্দেশনা পাবেন। আমাদের শিক্ষা পরিবারের সরাসরি এক-তৃতীয়াংশ লোক যুক্ত। আমাদের তরুণ ছেলেমেয়েরা এর ভিকটিম হচ্ছে, তাদেরকে জঙ্গি বানানোর টার্গেট করছে। সেজন্য আমাদের আরও হুঁশিয়ার থাকতে হবে। শিক্ষামন্ত্রী বলেন, নতুন প্রজন্মকে আমরা দেশের জন্য জ্ঞান, শিক্ষা, প্রযুক্তি দিয়ে সততা, নিষ্ঠা, ন্যায়বোধ ও দেশ্রপ্রেম দিয়ে উদ্বুদ্ধ করে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে চাই। তারা যদি কেউ বিপদগামী হয়ে এই পথে (জঙ্গি) যায়, তার তাদের জীবন সর্বনাশ, দেশেরও সর্বনাশ হবে। তিনি আরও বলেন, জঙ্গিবাদ মোকাবেলা করার জন্য শিক্ষকদের আরও দায়িত্বশীল হিসেবে গড়ে তোলা, আরও নজরদারি করা, সব ছেলেমেয়েদের ভালোভাবে চেনা বা বোঝা এবং অভিভাবকদের সঙ্গে যোগাযোগ রাখা, সতর্ক রাখা যেন তার সন্তানের ওপর নজর রাখেন।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের কাছে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ চাইতে পারবে
Share!