সাংবাদিক ফেরত পাঠানোর বিষয়টিকে অপমানজনক উল্লেখ করে সম্পাদকীয়তে লেখা হয়েছে, চীন রাজি না হওয়ায় পরমাণু সরবরাহকারী গোষ্ঠীর (এনএসজি) সদস্যপদ পায়নি ভারত। এ ঘটনার প্রতিশোধ নিতেই চীনের তিন সাংবাদিকের ভিসার মেয়াদ না বাড়িয়ে দেশে ফেরত যাওয়ার নির্দেশ দিয়েছে নয়াদিল্লি। সম্পাদকীয়তে আরও বলা হয়েছে, ভারত যদি সে ঘটনার প্রতিশোধ এভাবে নেবে বলে ঠিক করে থাকে তাহলে এর ফল মারাত্মক হবে। সোমবার চীন সরকার নিয়ন্ত্রিত অপর সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস এর এক সম্পাদকীয়তে ওই হুমকি দেওয়া হয়েছে।
Share!