বৃহস্পতিবার রাতে মুম্বাই স্টেডিয়ামে ভারতের জাতীয় সংগীত গেয়েছিলেন বলিউড অভিনেত্রী সানি লিওন। এই তারকার বিরুদ্ধে জাতীয় সংগীত ভুলভাবে গাওয়ার অভিযোগ উঠেছে ! দিল্লির অশোক নগর থানায় এ অভিযোগ করেন উল্লাস পিআর নামের এক ব্যক্তি। তার দাবি, কিছু শব্দ সঠিকভাবে উচ্চারণ করতে পারেননি সানি লিওন। উল্লাস বলেন, ‘সানি লিওনের মতো জনপ্রিয় একজন যদি এমন ভুল করেন তাহলে এর প্রভাব ভক্তদের মধ্যেও পড়বে। অনুষ্ঠান শেষে সানি লিওন প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে বলেন, ‘এটা আমার জন্য গর্বের মুহূর্ত। তবে খুব নার্ভাস ছিলাম।’
Share!